মার্কিন অস্ত্র প্রতিষ্ঠানের সম্মেলন অনুষ্ঠিত; জনতার ক্ষুব্ধ প্রতিবাদ
2022-05-29 15:46:03

মে ২৯:যুক্তরাষ্ট্রের একটি এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯টি শিশুসহ ২১জন মারা গেছে। কিন্তু বন্দুকের ঘটনার মাত্র তিন দিন পর, যুক্তরাষ্ট্রের বৃহত্তম বন্দুকের মালিকানাধীন সংস্থা ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন হিউস্টনে নিয়মিত বার্ষিকসভা আয়োজন করেছে। তাতে শক্তিশালী প্রতিবাদ দেখা গেছে।

গতকাল (শনিবার) বার্ষিক সভার দ্বিতীয় দিন অনেকেই দেশে বন্দুক নিয়ন্ত্রণের বিষয়ে জোর দাবি জানাতে অনুষ্ঠানস্থলে যান। আগের দিনের তুলনায় জর্জ ব্রাউন কনভেনশন সেন্টারে আরও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাস্তার উভয় পাশে বেড়া দেওয়া হয় এবং বিভিন্ন ধারণার বিক্ষোভকারীদের আলাদা জায়গা করা হয়। কিন্তু অস্ত্র সমর্থনকারী কিছু মানুষ বন্দুক বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে ঢোকার চেষ্টা করে।

জেমস রোসু নামে এক মার্কিন ব্যক্তি বন্দুক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তিনি বলেন, আমি ১৫ বছরে বয়সে বন্দুকের গুলিতে বাবাকে হারিয়েছি। আমি বন্দুক সহিংসতা থেকে বেঁচে থাকা মানুষের সঙ্গে কাজ করি। আমি এখানে এসেছি, কারণ আমি আর সহ্য করতে পারছি না। আমি বিশ্বাস করি না, রাজনীতিবিদরা কিছু করবে এবং আমরাও এতে খুব হতাশ হয়েছি। এখুনি আমাদের পদক্ষেপ নেওয়া দরকার।

স্কালা নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, বন্দুক মানুষ হত্যা করছে এবং এটি ঠেকানোর কেউ নেই। এখানে বন্দুক পাওয়া খুব সহজ। এটাই হলো মৃত্যুর সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। লিলি/তৌহিদ/শুয়ে