চীনের শিল্পপ্রতিষ্ঠান শ্রীলঙ্কার হাম্বানতোতায় ‘ভালবাসার গ্রাম’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে
2022-05-28 19:22:30

মে ২৮: চীনের শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোগে ‘ভালবাসার গ্রাম’ গ্রামীণ পুনরুজ্জীবন প্রকল্প গতকাল (শুক্রবার) হাম্বানতোতা বন্দর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্রীলঙ্কার কেন্দা গ্রামে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

শ্রীলঙ্কায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছি জেন হং, শ্রীলঙ্কায় চায়না মার্চেন্টস গ্রুপের প্রধান প্রতিনিধি এবং হাম্বানতোতা ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপের সিইও লিউ এনহুয়াই এবং শত শত স্থানীয় গ্রামবাসীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছি তার বক্তৃতায় বলেন, চীন শ্রীলঙ্কার বর্তমান অসুবিধা ও চ্যালেঞ্জের প্রতি সহানুভূতিশীল এবং শ্রীলঙ্কাকে তার সর্বোত্তম ক্ষমতার অসুবিধাগুলি কাটিয়ে ওঠায় সমর্থন দেবে। চীন দারিদ্র্যবিমোচনে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য এবং শ্রীলঙ্কার জনগণকে আরও খুশি করতে কেন্দা গ্রাম প্রকল্পের মতো বিনিময় ও সহযোগিতা করতে চায়।

 

কেন্দা গ্রামে দুই হাজারেরও বেশি লোক রয়েছে। গ্রামবাসীদের অধিকাংশই স্বল্প ও অস্থিতিশীল আয়ের সঙ্গে ঐতিহ্যবাহী কৃষির উপর নির্ভরশীল। প্রকল্পের পরিকল্পনা অনুসারে, চীনা কোম্পানিটি কেন্দা গ্রামের জন্য একটি কমিউনিটি অ্যাক্টিভিটি সেন্টার, একটি চিকিৎসা ও স্বাস্থ্যকেন্দ্র এবং একটি ফসল চাষের ভিত্তির মতো একাধিক সুবিধা দেবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)