জ্বালানির দাম বৃদ্ধি ঠেকাতে পাক প্রধানমন্ত্রীর উদ্ধার পরিকল্পনা ঘোষণা
2022-05-28 15:43:41

২৮: স্থানীয় সময় গতকাল (শুক্রবার) রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে জনগণের উপর চাপ কমাতে সরকার ধারাবাহিক উদ্ধার পরিকল্পনা চালু করবে।

তিনি বলেন, সরকার ২৮ বিলিয়ন রুপি’র মাসিক বেলআউট প্রোগ্রাম চালু করছে। যেখানে প্রতিটি পরিবার ২ হাজার রুপি পাবে। এক কোটি ৪০ লাখ পরিবারের প্রায় আট কোটি ৫০ লাখ মানুষ এই কর্মসূচি থেকে উপকৃত হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাহিদা পূরণের জন্য, পাকিস্তানের অর্থমন্ত্রী ২৭ মে থেকে সেদেশের জ্বালানির দাম ৩০ রুপি বাড়ানোর কথা ঘোষণা করেন। প্রবৃদ্ধির হার প্রায় ২০ শতাংশ।

(লিলি/তৌহিদ)