ঢাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রিসার্চ সেন্টার উদ্বোধন
2022-05-28 17:46:19


ঢাকা, মে ২৮: চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে এবং দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ক্ষেত্রে গবেষণা ও যোগাযোগ আরও গুরুত্বপূর্ণ।

এমন কথাই উঠে এসেছে ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রিসার্চ সেন্টারে’র উদ্বোধনী অনুষ্ঠানে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির আশুলিয়া ক্যাম্পাসে এই রিসার্চ সেন্টারের উদ্বোধন করা হয়।

এ সময় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং চিয়াংসি পিপলস অ্যাসোসিয়েশন অফ ফ্রেন্ডশিপ উইথ ফরেইন কান্ট্রিসের মধ্যে একটি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সাবেক শিল্পমন্ত্রী এবং বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরামের চেয়ারম্যান দীলিপ বড়ুয়া উপস্থিত ছিলেন। চীনের সাবেক রাষ্ট্রদূত এবং চায়নিজ পিপলস অ্যাসোসিয়েশন অফ ফ্রেন্ডশিপ উইথ ফরেইন কান্ট্রিসের ভাইস প্রেসিডেন্ট চিয়াং চিয়াং অনলাইনে যুক্ত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এতে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী অনলাইনে যুক্ত ছিলেন।

শান্তা/ঐশী/হাশিম