পাকিস্তানে দাবানল নিয়ন্ত্রণে চীন সক্রিয় ভূমিকা পালন করছে
2022-05-28 18:59:03

মে ২৮: গতকাল (শুক্রবার) বিকেলে পাকিস্তানের জরুরি অনুরোধে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় বেলুচিস্তানের সুলাইমান পর্বতমালায় সাম্প্রতিক অগ্নিকাণ্ড নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেছে।

কনফারেন্সে চীন জানায়, চীন ও পাকিস্তান হলো সার্বক্ষণিক কৌশলগত অংশীদার। দু’দেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চীন পাকিস্তানের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। দাবানল মোকাবিলায় পাকিস্তানের সহায়তার অনুরোধ পাওয়ার পর চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই বিষয়ে অনেক গুরুত্ব দেয়। মন্ত্রী হুয়াং মিং জরুরি অভিযানের নির্দেশনা দেন। চীন অগ্নিনির্বাপনে মনোযোগ দিয়ে বিশেষজ্ঞদল গঠন করেছে। তাদের প্রস্তাব অনুযায়ী অগ্নিনির্বাপক উপকরণসহ উদ্ধার অভিযানে পাকিস্তানকে সম্পূর্ণ সহায়তা দেবে।

 

উভয় পক্ষ বনভূমির অগ্নি প্রতিরোধে নিজস্ব ব্যবস্থা, প্রক্রিয়া ও নীতি তুলে ধরেছে। তারা এই খাতে বিশেষ করে কর্মী বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, আগাম সতর্কতা, উচ্চ-প্রযুক্তির অ্যাপ্লিকেশন এবং সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি বাস্তবায়ন করবে।

লিলি/তৌহিদ