চীনা সভ্যতার উত্স অনুসন্ধান কাজ জোরদার করা উচিত: সি চিন পিং
2022-05-28 18:48:11

মে ২৮: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো গতকাল (শুক্রবার) চীনা সভ্যতার উত্স অনুসন্ধান প্রকল্প নিয়ে ৩৯তম গ্রুপ আলোচনাসভা আয়োজন করেছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সাধারণ সম্পাদক সি চিন পিং আলোচনাসভায় বলেছেন, চীনা জাতির সভ্যতা সুদীর্ঘকালের। যা চীনা জাতির বিশেষ মানসিক চিহ্ন, তা বর্তমান চীনা সংস্কৃতির মূল চেতনা। চীনা সভ্যতার পাঁচ সহস্রাধিক বছরের ইতিহাস জানতে হবে, চীনা সভ্যতার ইতিহাস গবেষণা গভীরতর করতে হবে, সিপিসি ও গোটা সমাজের দৃঢ়ভাবে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে, সার্বিক সমাজতন্ত্রের আধুনিক দেশ গঠন এবং চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে।

 

আলোচনাসভায় সি চিন পিং বলেন, কয়েক প্রজন্মের গবেষকদের চেষ্টার পর চীনা জাতির সভ্যতার উত্স অনুসন্ধান প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তবে, পরবর্তী উন্নয়নের কাজ এগিয়ে নিতে হবে।

 

সি চিন পিং জোর দিয়ে বলেছেন, চীনা জাতির সভ্যতার উত্স অনুসন্ধান প্রকল্প- সভ্যতার ধারণা ও সভ্যতার উন্নয়নে চীনের প্রস্তাব দিয়েছে। যা বিশ্ব সভ্যতার উত্স অনুসন্ধান গবেষণায় অবদান রেখেছে।

 

সি চিন পিং আরও বলেন, চীনা জাতির সভ্যতার একটি বৈশিষ্ট্য  হলো সহনশীলতা। বিশ্বের অন্যান্য সভ্যতার বিনিময়ে চীনা জাতির সভ্যতা আরো প্রাণচঞ্চল হয়ে ওঠে। আমাদের উচিত সমতা, পারস্পরিক শেখা, সংলাপ ও সহনশীল মনোভাব নিয়ে বিভিন্ন সভ্যতার চেতনা উপলব্ধি করে। যাতে চীনকে, চীনা জনগণকে, চীনের কমিউনিস্ট পার্টিকে এবং চীনা জাতিকে  উপলব্ধি করায় বিশ্বকে সাহায্য করা যায়।

(শুয়েই/তৌহিদ/রুবি)