বড় দুই চ্যালেঞ্জে দেশের ব্যাংক খাত: বাংলাদেশ ব্যাংক গভর্নর
2022-05-28 19:10:23

ঢাকা, মে ২৮: মহামারি ক‌রোনার পর বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাত বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদশে ব্যাংকের গভর্নর ফজলে কবির। আজ শনিবার ঢাকার অফিসার্স ক্লাবে একটি বেসরকারি ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

একপাশে মূল্যস্ফীতি, অপরপাশে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাতের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ফজলে কবির বলেন, এর ফলে বড় ধরনের বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সরকারি বেসরকারি সব বাণিজ্যিক ব্যাংকগু‌লো‌কে সমষ্টিগতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

উদ্ভূত এই পরিস্থিতিতে  বিলাসী পণ্য আমদানি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ব‌লেন, করোনা মহামারির সময়ে ব্যাংকের কার্যক্রম সচল রাখ‌তে হ‌য়ে‌ছে। চ্যালেঞ্জ মোকাবিলা কর‌তে গি‌য়ে বাংলাদেশ ব্যাংকসহ মোট ১৮৯ জন ব্যাংকার মৃত্যুবরণ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

তানজিদ/হাশিম