শহীদ মিনারে গাফফার চৌধুরীকে শেষ শ্রদ্ধা, দাফন মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
2022-05-28 18:42:21

ঢাকা, মে ২৮: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’- একুশের অমর গানের স্রষ্টা, দেশবরেণ্য সাংবাদিক, গীতিকার, ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। আজ শনিবার দুপুর ১টা ১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে সেখানে মানুষের ঢল নামে। এ সময় সারিবদ্ধভাবে শ্রদ্ধা জানাতে অংশ নেন সর্বস্তরের মানুষ।

প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে গাফফার চৌধুরীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কবির আহমেদ শ্রদ্ধা জানান। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান।

সাহিত্যিক, সাংবাদিক কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর তুলনা তিনি নিজেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মরে গেলেও একুশের অনবদ্য গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই সংগীতের মাধ্যমে আমাদের মধ্যে বেঁচে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, গাফ্ফার চৌধুরী শুধু লেখকই ছিলেন না, তিনি আমাদের সমাজের আলোকবর্তিকা।

এর আগে আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক তার মরদেহ গ্রহণ করেন।ৃ পরে সেখান থেকে আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ জাতীয় শহীদ মিনারে নেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার দেওয়ার পর বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৪টায় মরদেহ জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন হবে।

গত ১৯ মে ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফ্ফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার, ইউনেসকো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মানিক মিয়া পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন গাফ্‌ফার চৌধুরী। বাংলাদেশ সরকার তাঁকে রাষ্ট্রীয় একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে।

তানজিদ/হাশিম