গুলি হচ্ছে মার্কিন শিশুদের 'এক নম্বর খুনি': সিডিসি
2022-05-28 17:26:00

মে ২৮: যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টারের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২০ সালে (হত্যাকাণ্ড ও আত্মহত্যা-সহ) বন্দুকের গুলিতে দেশটিতে শিশু ও কিশোর-কিশোরীদের মৃত্যুর সংখ্যা বেড়েছে। দেশটিতে আকস্মিক মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। তার চেয়েও বেশি শিশু মারা গেছে বন্দুকের গুলিতে।

 

তথ্য থেকে দেখা যায়, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে ১৯ বছরের কম বয়সী মোট ৪৩৬৮টি শিশু এবং কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে, যা ২০১৯ সালের তুলনায় ২৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সিডিসি থেকে পাওয়া তথ্যে দেখা যায়, দেশটিতে প্রায় দুই-তৃতীয়াংশ শিশুর হত্যাকাণ্ড এবং প্রায় ৩০ শতাংশ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শ্বেতাঙ্গ শিশুদের তুলনায় আফ্রিকান-আমেরিকান শিশুদের বন্দুকের গুলিতে মৃত্যুর হার চারগুণ বেশি।

যুক্তরাষ্ট্রে, ট্রাফিক নিরাপত্তা প্রধানত ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব, কিন্তু বন্দুকের নিরাপত্তার জন্য কোনও নিয়ন্ত্রণ সংস্থা নেই। তা ছাড়া, ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলের মধ্যে স্বার্থগত কারণে, মার্কিন প্রশাসন বন্দুক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা গবেষণায় খুব কমই গুরুত্ব দিয়েছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)