এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্নায়ুযুদ্ধের পুনরাবৃত্তি করা যাবে না: জাপানে চীনা রাষ্ট্রদূত
2022-05-28 15:47:52

মে ২৮: সম্প্রতি যুক্তরাষ্ট্র-জাপান নেতৃবৃন্দের বৈঠকসহ একাধিক স্থানে চীন সম্পর্কে নানা নেতিবাচক মন্তব্য করা হয়েছে। চীনের মূল স্বার্থের বিষয়গুলো নিয়ে উস্কানি দেওয়া হয়েছে এবং চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও চীনের মুখে কালি লেপন করা হয়েছে। এতে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাধা দেওয়ার জঘন্য ইচ্ছা এবং চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাপানকে নিয়ে নেতিবাচক চিন্তা আবারও প্রকাশ পেয়েছে। জাপানে চীনা রাষ্ট্রদূত বলেছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্নায়ুযুদ্ধের পুনরাবৃত্তি প্রতিরোধ করা হবে।

 

তিনি বলেন, স্নায়ুযুদ্ধের পণ্য হিসাবে জাপান-মার্কিন জোটের দ্বন্দ্ব ও জিরো-সাম-গেম খেলার ধারণা অবশেষে ব্যর্থ হবে এবং তা ইতিহাসের শেষ পরিণতির দিকে চলে যাবে। এ বিষয়ে চীন পৃথক পৃথকভাবে জাপান ও যুক্তরাষ্ট্রকে তীব্র অসন্তোষ ও কঠোর মনোভাব দেখিয়েছে। ইতিহাসের অন্ধকার অধ্যায়ের পুনরাবৃত্তি ঠেকানো, বড় দেশের প্রতিদ্বন্দ্বিতা ও সংঘর্ষ বন্ধ করা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পুরানো স্নায়ুযুদ্ধ চাঙ্গা না-করার জন্য জাপান-মার্কিন জোটকে তাগিদ দেয় চীন।

লিলি/তৌহিদ