৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের সংবাদ সম্মেলন
2022-05-27 19:29:11

ঢাকা, মে ২৭: বেতন বৃদ্ধি করে নতুন পে-স্কেল ঘোষণাসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোট। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে সংগঠনের নেতারা তাঁদের দাবি তুলে ধরেন।

আলোচকেরা বলেন, ‘সরকারি কর্মচারীদের বর্তমান প্রথম গ্রেড থেকে বিশ গ্রেডের ব্যবধান ৬৯ হাজার ৭৫০ টাকা। প্রজাতন্ত্রের কর্মচারীদের ২০০৯ সালে ৭ম জাতীয় পে-স্কেল প্রদান করা হয়। সর্বশেষ ২০১৫ সালে ৮ম পে-স্কেল প্রদান করা হয়। বর্তমান সময়ে বাজারের মূল্যের ঊর্ধ্বগতি প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিবহন ভাড়া, বাড়ি ভাড়াসহ পারিবারিক ব্যয় বৃদ্ধির কারণে কর্মচারীদের ২০২০ সালে ৯ম জাতীয় পে-স্কেল অনিবার্য হয়ে পড়েছে।’ 

সরকারি কর্মচারীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে জাতীয় স্থায়ী বেতন কমিশন গঠন করে বঙ্গবন্ধু ঘোষিত ১৯৭৩ সালের ১০ (দশ) ধাপে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা ও সর্বোচ্চ বেতনের পার্থক্য কমানো। 

শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল করার দাবি জানিয়ে তারা বলেন, ৯ম পে-স্কেল ঘোষণার আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে ৫০ শতাংশ মহার্ঘ ভাতারও দাবি জানান তারা। এ সময় পে-কমিশন কমিটিতে কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। 

সাজিদ/রহমান