চীনা শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে ৩.৫ শতাংশ
2022-05-27 19:00:51

মে ২৭: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর আজ (শুক্রবার) প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে, গত এপ্রিল মাসে মহামারি দেশটির শিল্পপ্রতিষ্ঠানের ওপর আঘাত হেনেছে। তবে কঠোর পরিস্থিতির মুখে বিভিন্ন অঞ্চল ও বিভাগ  সিপিসির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সাহায্য করে আসছে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হয়েছে।

 

জানা গেছে, গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশের শিল্পপ্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩.৫ শতাংশ বেশি ছিল। তবে প্রবৃদ্ধির হার জানুয়ারি থেকে মার্চ মাসের তুলনায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। আর খনিজ সম্পদের ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১.৪৬ গুণ বেড়েছে।

 রুবি/এনাম