২০২৩ সালে ভারতে ৫.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে: মুডি’স
2022-05-27 12:00:44

মে ২৭: ২০২৩ সালে ভারতের অর্থনীতিতে ৫.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। আর চলতি বছর দেশটিতে ৯.১  শতাংশের পরিবর্তে ৮.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। গতকাল (বৃহস্পতিবার) আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি'স এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ৪ মাসে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় ছিল। কিন্তু অশোধিত তেল, খাদ্য ও রাসায়নিক সারের দাম বৃদ্ধির কারণে আগামী কয়েক মাস দেশটির অর্থনীতি চাপের মধ্যে থাকবে। (প্রেমা/আলিম/ছাই)