দারিদ্র্যবিমোচনে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে চীন
2022-05-27 19:16:52


মে ২৭: দারিদ্র্যবিমোচন প্রক্রিয়ায় স্বাস্থ্য খাতে চীন বিশেষ কিছু ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। সংশ্লিষ্ট তথ্যে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনে ২৯ মিলিয়নেরও বেশি পরিবারে গুরুতর রোগী রয়েছে। এসব পরিবারকে বিশেষ সহায়তা দেয়া হয়। 


২০২০ সালের শেষ দিক পর্যন্ত সংশ্লিষ্ট সাহায্য পরিকল্পনায় ২ কোটির বেশ লোক চিকিত্সা পেয়েছে। 


২০২১ সালের শেষ দিক পর্যন্ত দেশজুড়ে প্রায় ১.৪৪ মিলিয়ন গৃহ চিকিত্সক ছিলেন, তারা অধিবাসীদের মৌলিক চিকিত্সা ও স্বাস্থ্য ব্যবস্থাপনাসহ নানা সেবা প্রদান করেন।  

(আকাশ/এনাম/রুবি)