চীন সম্পর্কে ভুয়া তথ্য প্রচার করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী: চীনা মুখপাত্র
2022-05-27 19:22:55


মে ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সম্পর্কে ভুয়া তথ্য প্রচার করেছেন। 


তিনি জানান, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সম্পর্কে তার এক ভাষণে অনেক ভুয়া তথ্য প্রচার করেছেন। তাতে চীনা হুমকি তত্ত্ব সৃষ্টি এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা হয়েছে। ভাষণে চীনের দেশি ও বিদেশি নানা নীতির ব্যাপারে কুত্সা রটানো হয়। তার লক্ষ্য হচ্ছে চীনের উন্নয়নকে বাধাগ্রস্ত করা এবং মার্কিন আধিপত্য রক্ষা করা। তার এহেন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে চীন। 

               

ওয়াং ওয়েন পিন বলেন, যুক্তরাষ্ট্র চীনা হুমকি তত্ত্ব সৃষ্টি করছে। তবে তাতে তারা নিজেদের সমস্যা সমাধান করতে পারে না, বরং বিশ্বকে আরো বিপজ্জনক অবস্থায় ঠেলে দেয়। 


তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের খাতে যুক্তরাষ্ট্র অনেক খারাপ রেকর্ড সৃষ্টি করেছে। তাই কোনো বিষয়ে অন্য দেশকে দিকনির্দেশনা দেয়ার যোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই । 


ওয়ান ওয়েন পিন আবারও তাইওয়ান, সিনচিয়াং, হংকং ও তিব্বত বিষয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন। 


তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতা রক্ষায় চীনা জনগণের দৃঢ় প্রতিজ্ঞা ও শক্তিশালি সক্ষমতাকে যুক্তরাষ্ট্রের অবমূল্যায়ন করা উচিত হবে না। 

(আকাশ/এনাম/রুবি)