চীনে অবারিত সুযোগ রয়েছে: সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
2022-05-27 16:01:34

মে ২৭: সম্প্রতি জাপানি তথ্যমাধ্যম আশাই শিম্বুনকে দেয়া এক সাক্ষাত্কারে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেন, চীনে অনেক সুযোগ ও বৃহত্ বাজার রয়েছে। তাই সবদেশের উচিত্ চীনের সঙ্গে ব্যবসা করা এবং চীনের বিনিয়োগকে স্বাগত জানানো।

 

তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে চীনের অনুপাত বাড়ছে এবং চীনের সঙ্গে বাণিজ্যিক বিনিময় বাড়ানো স্বাভাবিক একটি ব্যাপার। চীনের সঙ্গে বাণিজ্য উন্নয়ন না করলে বড় মূল্য দিতে হবে। চীনের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে চীনের প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। প্রায় সব এশীয় অর্থনৈতিক সত্তার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হল চীন।

 

তিনি বলেন, চীন সহযোগিতা, বাণিজ্য ও সমৃদ্ধির সুযোগ সৃষ্টি করে এবং অনেক দেশ এ সুযোগ ধরে চীনের সঙ্গে বাণিজ্যিক বিনিময় প্রসারিত করতে চায়।

চলতি বছরের সিপিটিপিপির পালাক্রমিক সভাপতি রাষ্ট্র হল সিঙ্গাপুর। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী লি বলেন, সিপিটিপিপি একটি উন্মুক্ত সংস্থা এবং এতে চীনের যোগদানকে স্বাগত জানায় তাঁর দেশ।  (শিশির/এনাম/রুবি)