১০ বছরে ৭ বিলিয়ন গাছ লাগাবে চীন
2022-05-27 19:00:05

মে ২৭: চীনের জলবায়ু পরিবর্তন-বিষয়ক বিশেষ দূত সিয়ে জেন হুয়া সুইজারল্যান্ডের দাভোসে ২০২২ সালের বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক অধিবেশনে এক ভাষণ দিয়েছেন।

 

ভাষণে তিনি বলেন, বিশ্ব অর্থনীতি ফোরামে সারা বিশ্বে এক ট্রিলিয়ন গাছ লাগানোর যে প্রস্তাব এসেছে, চীন তাতে সমর্থন দিয়ে যাবে। এজন্য আগামি ১০ বছরে ৭ বিলিয়ন গাছ লাগাবে চীন।

 

এ প্রসঙ্গে চীনের জাতীয় শিল্প ও তৃণভূমির এক দায়িত্বশীল কর্মকর্তা আজ (শুক্রবার) এক সাংবাদিক সম্মেলনে বলেছেন,  ২০২১ থেকে ২০৩০ সাল পর্যন্ত চীন ৬.৫৩ বিলিয়ন গাছ লাগাবে। এ সংখ্যা মূলত সরকারের সবুজায়ন প্রকল্পে অন্তর্ভুক্ত।

 

তিনি আরো বলেন, ২০২১ থেকে ২০৩০ সাল পর্যন্ত বেসরকারী নানা সংস্থা  প্রতি বছর ৫০ কোটি গাছ লাগাবে। সবমিলিয়ে ১০ বছরে ৭ বিলিয়ন গাছ লাগানো হবে।

 

 (রুবি/এনাম/শিশির)