‘পাচার হওয়া টাকা দেশে আনতে বাজেটে বিশেষ সুবিধা’
2022-05-26 19:30:40

ঢাকা, মে ২৬: বিদেশে পাচার করা টাকা দেশে আনতে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিশেষ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে, কিন্তু তা ফেরত আনা যাচ্ছে না। যারা দেশ থেকে টাকা নিয়ে বিদেশে রেখেছে, তারা যেন ওই টাকা দেশে ফেরত আনতে পারে, সে জন্য আগামী বাজেটে বিশেষ সুবিধা দেয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের সুবিধা বিশ্বের অনেক দেশ দিয়েছে। ফলে পাচার করা টাকা ফেরত এসেছে। 

মিম/ সাজিদ