ডিজিটাল অর্থনীতির মান উন্নয়নের আহ্বান চীনের সম্প্রচারমন্ত্রীর
2022-05-26 17:25:50

মে ২৬: চলতি বছরের চীন আন্তর্জাতিক ডেটা শিল্প মেলা আজ (বৃহস্পতিবার) চীনের কুই চৌ প্রদেশের কুই ইয়াং শহরে উদ্বোধন হয়েছে।

 

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও সম্প্রচারমন্ত্রী হুয়াং খুন মিং ভিডিও লিংকের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।

 

হুয়াং খুন মিং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিগ ডেটা উন্নয়নের ওপর খুব গুরুত্ব দেন। তাই জাতীয় বিগ ডেটা কৌশল উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করে গড়ে তোলা এবং চীনের ডিজিটাল অর্থনীতি জোরদারের নির্দেশনা দিয়েছেন সি চিন পিং।

 

হুয়াং খুন মিং আরও বলেন, নতুন যুগে ও নতুন যাত্রায় ডিজিটাল অর্থনীতি সম্ভাবনাময়। সবার উচিত জনগণের কল্যাণে গণপরিষেবার ডিজিটাইজিং-এর মান উন্নত করা এবং ডিজিটাল অর্থনীতি প্রশাসন সুবিন্যাস্ত করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং ইন্টারনেটে অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করা।

 

 (রুবি/এনাম/শিশির)