জি-সেভেনের জলবায়ু পরিবর্তন সম্মেলন আয়োজিত
2022-05-26 10:15:46

মে ২৬: স্থানীয় সময় ২৫ থেকে ২৭ মে পর্যন্ত জি-সেভেনের জ্বালানিসম্পদ, জলবায়ু ও পরিবেশমন্ত্রীদের সম্মেলন বার্লিনে আয়োজিত হয়।টানা ৩ দিনের সম্মেলনে জ্বালানিসম্পদ রূপান্তর ও জলবায়ু সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।

    সম্মেলনে এক যৌথ বিবৃতির খসড়ায় বলা হয়েছে, জি-সেভেনভুক্ত দেশগুলো ২০৩০ সালের আগে ধাপে ধাপে কয়লা-বিদ্যুতের ব্যবহার বন্ধ করে দেবে। তবে, জার্মান গণমাধ্যমের সূত্রে জানা গেছে, এ খসড়ার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। তারা মনে করে, ২০৩৫ সালের মধ্যে  গ্রিনহাউস গ্যাস নির্গমন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া কঠিন হবে। ২৭ মে আলোচনার পর যৌথ বিবৃতিটি প্রকাশিত হবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)