রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ আন্তর্জাতিক খাদ্য-বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে
2022-05-26 10:14:01

মে ২৬: রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ আন্তর্জাতিক খাদ্য-বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ছাড়া, দু’দেশের সংঘর্ষের আগেও যুক্তরাষ্ট্র ও ব্রাজিলসহ বিভিন্ন কৃষি-প্রধান দেশ ও অঞ্চল চরম প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হয়। এতে বিশ্বের ব্যাপক চাহিদা ও সরবরাহ-চেইনের দুর্বলতার কারণে আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বিগত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছায়।

    আন্তর্জাতিক গম পরিষদের পরিসংখ্যান থেকে জানা গেছে, সারা বিশ্বের খাদ্যশস্যের মজুত টানা ৫ বছর ধরে হ্রাস পেয়েছে। চলতি বছর খাদ্যদ্রব্যের দাম আরও ২২ শতাংশ বাড়বে বলে অনুমান করছে জাতিসংঘ।

    উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন যথাক্রমে বিশ্বের বৃহত্তম ও পঞ্চম বৃহত্তম গম রপ্তানিকারক দেশ। (সুবর্ণা/আলিম/মুক্তা)