ইরানের যুক্তিসঙ্গত উদ্বেগ নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব আশা করে চীন
2022-05-26 19:07:19


মে ২৬: চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ইরানের যুক্তিসঙ্গত উদ্বেগ নিয়ে যুক্তরাষ্ট্র জবাব দেবে বলে প্রত্যাশা করে চীন। 


ইরানের পারমাণবিক সার্বিক চুক্তি আলোচনা সম্পর্কে তিনি জানান, যুক্তরাষ্ট্রের উচিত ইরানের যুক্তিসঙ্গত উদ্বেগের ইতিবাচক জবাব দেয়া এবং দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া। 

               

তিনি জানান, চুক্তি আলোচনা এখন সর্বশেষ পর্যায়ে প্রবেশ করেছে। এজন্য সবপক্ষের উচিত আরো বেশি প্রচেষ্টা চালানো। তাতে দ্রুত সমস্যা সমাধান হবে। 


তিনি জানান, ইরানের পরমাণু ইস্যুর রাজনৈতিক সমাধানকে চীন দৃঢ়ভাবে সমর্থন করে। আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা ও মধ্য প্রাচ্যের শান্তি ও স্থিতিশিলতা রক্ষায় কাজ করবে বেইজিং। সেসঙ্গে চীন তার নিজের বৈধ স্বার্থেরও সুরক্ষা দেবে। 


(আকাশ/এনাম/রুবি)