যুক্তরাষ্ট্রকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাথে চীনের সম্পর্কের সঠিক তাত্পর্য বুঝার আহ্বান চীনের
2022-05-26 18:17:02

মে ২৬: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যকার সহযোগিতার অযৌক্তিক সমালোচনা করেছেন।

 

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বৃহস্পতিবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, চীন আশা করে যে, সংশ্লিষ্ট পক্ষ যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গিতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সাথে চীনের সম্পর্ককে দেখতে পারবে এবং এতদঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নে গঠনমূলক ভূমিকা পালন করবে।

 

তিনি বলেন, চীনের সঙ্গে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের বন্ধুত্বপূর্ণ বিনিময় সুদীর্ঘসময়ের। সাম্প্রতিক বছরগুলোতে দুপক্ষের সহযোগিতা প্রসারিত হচ্ছে এবং জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে। এসব দেশের লোকজনও এ সহযোগিতাকে স্বাগত জানায়।

(শিশির/এনাম/রুবি)