চীন সবসময় আসিয়ান দেশসমূহের নির্ভরশীল বন্ধু: চীনা মুখপাত্র
2022-05-26 19:31:36


মে ২৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, চীন সবসময় আসিয়ান দেশসমূহের নির্ভরশীল ও ভাল প্রতিবেশী, বন্ধু এবং অংশীদার।                

 

তিনি জানান, চীন বরাবরই আঞ্চলিক সহযোগিতামূলক কাঠামো ও সুফলাফলকে গুরুত্ব দিয়ে আসছে। 


তিনি বলেন, চীন ও আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছরেরও বেশি সময়ের অমূল্য অভিজ্ঞতা থেকে দেখা যায়, দু’পক্ষ আঞ্চলিক সহযোগিতা ও শান্তি রক্ষা করে আসছে, একতা ও সহযোগিতা বজায় রেখে চলেছে, এবং পারস্পরিক কল্যাণ ধারণ করে আসছে। 


তিনি বলেন, উন্মুক্তকরণ ও সহনশীলতা সমর্থন করে আসছে উভয় পক্ষ। চীন আসিয়ানের সাথে একযোগে দু’পক্ষের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক সুষ্ঠুভাবে আরো এগিয়ে নিতে চায়। 


দুপক্ষ হাতে হাত রেখে আরো ঘনিষ্ঠতম চীন-আসিয়া অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠায় নতুন অবদান রাখবে বলে জানান তিনি। 

(আকাশ/এনাম/রুবি)