মার্কিন জিডিপির প্রবৃদ্ধি ৩.১ শতাংশ ছাড়াতে পারে
2022-05-26 17:29:18

মে ২৬: ব্যক্তিগত ভোগের কারণে যুক্তরাষ্ট্রের ২০২২ সালের জিডিপির প্রবৃদ্ধির হার ৩.১ শতাংশে ছাড়িয়ে যাবে বলে গতকাল (বুধবার) মার্কিন সংসদের বাজেট কার্যালয়ের পূর্বাভাস প্রতিবেদনে তথ্য পাওয়া গেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাবে মার্কিন অর্থনীতিতে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিচ্ছে। ২০২২ সালে ব্যাপক মুদ্রাস্ফীতির পরিস্থিতি অব্যাহত থাকবে। এ বছর সিপিআই গত বছরের একই সময়ের তুলনায় ৪.৭ শতাংশ বাড়বে বলে অনুমান করা হয়েছে।

 

 বিশ্লেষকদের মতে, মহামারি প্রতিরোধে অর্থনীতি চাঙ্গা করার পরিকল্পনা, সরবরাহে সমস্যা এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতসহ নানা কারণে বর্তমান ব্যাপক মুদ্রাস্ফীতি তৈরি হয়েছে।

 

(রুবি/এনাম/শিশির)