চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রকল্প পরিদর্শনে পাক প্রধানমন্ত্রী
2022-05-26 16:04:50

মে ২৬: গতকাল (বুধবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতাধীন কেরট জলবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন।

গত এপ্রিল মাসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর তিনি এই প্রথম চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কোনো প্রকল্প পরিদর্শন করলেন।

তিনি মনে করেন, পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে কেরট প্রকল্প ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শাহবাজ শরীফ বলেন, এই জলবিদ্যুৎ প্রকল্প দ্রুত চালু হবে। আর জলবিদ্যুৎ পরিষ্কার এবং সস্তা হয় বলে এ থেকে পাকিস্তানের জনগণ উপকৃত হবে।

এ জলবিদ্যুৎ প্রকল্প-সহ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রকল্পগুলো পাকিস্তানে উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে এনেছে বলে কৃতজ্ঞতা জানান শাহবাজ শরীফ। চীনের কাছ থেকে উন্নয়ন অভিজ্ঞতা শিখতে পারারও আশা প্রকাশ করেন তিনি। (শিশির/এনাম/রুবি)