বেসামরিক লোকদের রক্ষায় বিশ্বকে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান চীনের
2022-05-26 18:53:47


মে ২৬: গতকাল (বুধবার) সংঘর্ষে বেসামরিক লোকদের রক্ষা-বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশন আয়োজিত হয়েছে। 


এতে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপপ্রতিনিধি তাই পিং বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত এ ব্যাপারে প্রচেষ্টা চালানো এবং দ্বিমুখী নীতির বিরোধিতা করা।  


তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নীতি মেনে চলা, শান্তিপূর্ণ পদ্ধতিতে বিতর্কের সমাধান করা এবং উন্নয়ন বজায় রাখার প্রস্তাব দিয়েছে চীন। এ ব্যাপারে দ্বিমুখী নীতিরও দৃঢ় বিরোধিতা করে বেইজিং। 


তিনি আরো বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরো কঠোর হচ্ছে। আধিপত্য ও ক্ষমতার রাজনীতির দাপট বাড়ছে। স্নায়ুযুদ্ধের চিন্তাধারাও অনেক বাড়ছে। বেসামরিক লোকদের রক্ষায় আরো বেশি চ্যালেঞ্জ বয়ে আনছে এসব। কিছু দেশকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নতা ও ভূ-রাজনৈতিক সংঘাত সৃষ্টির আচরণ বন্ধের তাগিদ দেয় চীন।

 

(আকাশ/এনাম/রুবি)