দ্রুত রুশ-ইউক্রেন যুদ্ধবিরতির আহ্বান চীনা পররাষ্ট্রমন্ত্রীর
2022-05-25 17:07:09


মে ২৫: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অনলাইনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সাথে বৈঠক করেছেন। 


বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়নে আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।               

 

ওয়াং ই বলেন, চলতি বছর হচ্ছে চীন-জার্মান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। গত ৫০ বছরে পারস্পরিক কল্যাণের আলোকে বিভিন্ন খাতে দু’পক্ষের সহযোগিতা গভীর হয়েছে। দু’পক্ষ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। দু’দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন পারস্পরিক কল্যাণের সাথে সঙ্গতিপূর্ণ।  


বৈঠকে দু’পক্ষ ইউক্রেন সংর্ঘষে সৃষ্ট খাদ্য সমস্যা নিয়ে মত বিনিময় করে। এসময় ওয়াং ই বলেন, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের উচিত দ্রুত যুদ্ধবিরতি এগিয়ে নেয়া এবং রাশিয়া ও ইউক্রেনের গম রপ্তানির জন্য পথ বের করা। 


দুপক্ষ আফগানিস্তান বিষয়েও মত বিনিময় করে। 

(এনাম/আকাশ/রুবি)