চীনে চলছে লজিস্টিক শিল্পের পুনরুদ্ধার
2022-05-25 16:39:22

মে ২৫: চীনের লজিস্টিক ও ক্রয় অ্যাসোসিয়েশন আজ (বুধবার) গত চার মাসের সামাজিক লজিস্টিক পরিসংখ্যান প্রকাশ করেছে।

 

   পরিসংখ্যান অনুযায়ী, গত এপ্রিলে চীনে কঠোর মহামারি পরিস্থিতি ও বহির রাজনৈতিক সংঘাতের প্রভাবে লজিস্টিক শিল্প ধীর হয়েছে। চাহিদা কমে গেছে। তবে সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়নের ফলে এ শিল্প পুনরুদ্ধার হয়েছে।

 

চীনের লজিস্টিক ও ক্রয় অ্যাসোসিয়েশনের জরিপ থেকে জানা গেছে, বর্তমানে লজিস্টিক সুষ্ঠুভাবে চলছে। বিভিন্ন ধরণের পরিবহন উন্নত হয়েছে। সড়ক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন হাইওয়ে ও সেবা কেন্দ্র প্রায় উন্মুক্ত হয়েছে। প্রতিদিন মালবাহী গাড়ির সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে।

 

অ্যাসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান ছাই চিন বলেন, ধারাবাহিক ব্যবস্থার ফলে বর্তমানে লজিস্টিক পরিস্থিতি অনেক উন্নত হয়েছে এবং আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরছে। (রুরি/এনাম/শিশির)