নজরুল-জয়ন্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
2022-05-25 17:11:41

ঢাকা, মে ২৫: আজ ১১ জ্যৈষ্ঠ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, সাম্য, মানবতা, প্রেম ও প্রকৃতির কবি কাজী নজরুল ইসলাম। তাঁর বর্ণাঢ্য জীবন ও সৃজনশীল কর্ম জাতির অন্তহীন প্রেরণার উৎস। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কবির কবিতা গান মুক্তিকামী মানুষকে প্রেরণা যুগিয়েছে বলেও বাণীতে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, বাংলা ভাষা ও সাহিত্যে কবি কাজী নজরুল ইসলামের অবদান স্বাতন্ত্র্য মহিমায় সমুজ্জ্বল।  নজরুল যে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন তার প্রতিফলন জাতির পিতা বঙ্গবন্ধুর কর্মে প্রতিফলিত হয়েছে বলে বাণীতে অভিমত ব্যক্ত করেন শেখ হাসিনা।

হাশিম/শান্তা