যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় নিহতদের প্রতি চীনের শোক প্রকাশ
2022-05-25 20:07:17


মে ২৫: গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ের গুলিবর্ষণের ঘটনা নিয়ে আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 


তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বার বার এ ধরনের দুর্ঘটনায় গুরুতর হতাহতের ঘটনা ঘটছে। এজন্য চীন দুঃখিত, নিহতদের প্রতি শোক এবং আহতদের ও নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা প্রকাশ করছে।                  

 

তিনি বলেন, প্রাণের অধিকার হচ্ছে বৃহত্তম মানবাধিকার। বর্ণবাদ হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। বন্দুক সহিংসতা ও বর্ণবাদ যুক্তরাষ্ট্রের প্রধান সমস্যা। বিগত কয়েক দশকে মার্কিন সরকারগুলো তা মোকাবিলায় তেমন ব্যবস্থা নেয়নি। তা একেবারেই অগ্রহণযোগ্য। 


ওয়াং ওয়েন পিন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া। তাতে মার্কিন জনগনের প্রাণের নিরাপত্তা নিশ্চিত হবে। 

(আকাশ/এনাম/রুবি)