‘মহাকাশ বীজ’ থেকে উত্পাদিত শাকসবজি
2022-05-25 19:43:40

মে ২৫: ১৯৮৭ সালে চীনের প্রথম উদ্ভিদের বীজ মহাকাশে পাঠানো থেকে শুরু করে এ পর্যন্ত ২০০ ধরনের বীজ মহাকাশ বীজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেসব বীজ ২৪ লাখ হেক্টর জমিতে রোপন করা হয়েছে।

 


বর্তমানে চীন এ ক্ষেত্র সম্প্রসারণের দিক দিয়ে বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে। যা ২০ হাজার কোটি ইউয়ান অর্থ আয় করেছে।

 

মহাকাশ বীজ অন্য বীজ থেকে কয়েক গুণ বেশি উত্পাদনশীল। যেমন, কিছু কিছু বীজের খাদ্যশস্য পাকার সময় কমেছে। কিছু বীজের রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়েছে এবং কিছু কিছুর  উত্পাদন পরিমাণ বেড়েছে।

 

আমাদের অনেকে নিজেদের অজান্তেই চাল, গম, মরিচ ও শাকসবজিসহ অনেক কিছু খেয়ে থাকি, যে-সব উত্পন্ন হয়েছে মহাকাশ বীজ থেকে!