কেন মহাকাশের বীজ লালন করা হয়?
2022-05-25 19:51:38

মে ২৫: উত্তর ইনার মঙ্গোলিয়ার কর্মীরা মহাকাশ থেকে ফিরে আসা বীজ লালন করছে। বীজগুলো মহাকাশ ভ্রমণের পর শেন চৌ-১৩ মহাকাশযানের সঙ্গে পৃথিবীতে ফিরে এসেছে।

 

আমরা কেন মহাকাশের বীজ লালন করি? এবং মহাকাশের বীজ বলতে কি ঝোঝায়? আসলে খাদ্যশস্যের বীজগুলো মহাকাশে নিয়ে যাওয়ার পর মহাকাশের বিশেষ পরিবেশের কারণে পরিবর্তন ঘটে। তারপর সে বীজগুলো পৃথিবীতে নিয়ে আসা হয় এবং নতুন প্রযুক্তিতে রোপণ করা হয়। ঐতিহ্যবাহী বীজের তুলনায় এসব বীজ থেকে নতুন ধরণের খাদ্যশস্য তৈরি হয়। তাদের গুণগত মান ও অনেক ভালো হয়।

 

(রুবি/এনাম/শিশির)