‘ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কাঠামো’ কেবল মার্কিন স্বার্থ রক্ষা করবে: চীন
2022-05-25 19:59:04


মে ২৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের উত্থাপিত ‘ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কাঠামো’ কেবল মার্কিন স্বার্থ রক্ষা করবে। 


তিনি বলেন, এ কাঠামোতে শুধু সহযোগিতার নামটি ব্যবহার করা হয়েছে। তার আসল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বাণিজ্য নীতিকে প্রতিষ্ঠা করা এবং সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলকে চীনের অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা।


ওয়াং ওয়েন পিন বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হচ্ছে শান্তি ও উন্নয়নের অঞ্চল। এখানে ভূ-রাজনৈতিক খেলা চলবে না। চীন এতদঞ্চলের দেশসমূহের সাথে একযোগে বহুপক্ষবাদ ধারণ করবে এবং সুন্দর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ঘর নির্মাণ করবে।

 

(আকাশ/এনাম/রুবি)