ব্যাচেলেটের চীন সফর নিয়ে রাজনৈতিক প্রহসনে লিপ্ত ইঙ্গ-মার্কিন জোট
2022-05-24 19:17:16

মে ২৪: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং চীনে নিযুক্ত বৃটেনের রাষ্ট্রদূত জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের  চীন সফর নিয়ে বক্তব্য রেখেছেন।

 

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের  সত্যের প্রতি কোনো আগ্রহ নেই। তারা ব্যাচেলেটের চীন সফরের সঙ্গে কথিত সিনচিয়াং ইস্যুকে জড়িয়ে চীনকে অপবাদ দিচ্ছে।

 

ওয়াং ওয়েন পিন বলেন,  এ সফর নিয়ে যুক্তরাষ্ট্র ও বৃটেনসহ পাশ্চাত্য দেশগুলো একের পর এক রাজনৈতিক প্রহসন করে যাচ্ছে। তারা শুরুতে ব্যাচেলেটকে চীন এবং সিনচিয়াং সফর করতে চাপ দেয় এবং কথিত অপরাধের তথাকথিত অনুমান নির্ভর 'তদন্ত' পরিচালনা করে। তারপর ব্যাচেলেটের সফর পরিকল্পনায় বাধা সৃষ্টি করে।

 

তিনি বলেন, এসব দেশ আসলে মানবাধিকারের থোড়াই কেয়ার করে। তারা বরং মানবাধিকারের রাজনীতিকরণ, অস্ত্রায়ন এবং যন্ত্রায়ন করতে চায়। কারণ তারা চিন্তা করছে, ব্যাচেলেটের সিনচিয়াংয়ের অবস্থা দেখার পর, তাদের মিথ্যার কথা আর কাজে লাগবে না এবং সিনচিয়াং নিয়ে চীনকে দমনের পরিকল্পনাও ব্যর্থ হবে। (শিশির/এনাম/রুবি)