চীনা মহাকাশ কেন্দ্র নির্মাণের অগ্রগতি জানান দিচ্ছে ‘থিয়ান চৌ-৪’
2022-05-24 19:06:59

মে ২৪: চীনের ‘থিয়ান চৌ-৪’ নামক মালবাহী মহাকাশযানকে সম্প্রতি নির্ধারিত কক্ষপথে উত্ক্ষেপণ করা হয়েছে। এটি চীনের ‘থিয়ান কোং’ নামের মহাকাশ স্টেশনের জন্য নানা সামগ্রীর প্রথম চালান নিয়ে উড্ডয়ন করেছে। ফলে এটি চীনা মহাকাশ কেন্দ্র নির্মাণের অগ্রগতি জানান দিচ্ছে ।

 

আপনি জানেন কি? এটি কেবল প্রয়োজনীয় সামগ্রীর পরিবাহক হিসেবেই কাজ করে না, বরং অস্থায়ী মহাকাশ পরীক্ষাগার হিসেবেও ভূমিকা রাখে। এর রয়েছে বড় পাখা, যা পরীক্ষাগার হিসেবে ব্যবহারের পরিবেশ প্রদান করে। (রুবি/এনাম/শিশির)