যুক্তরাষ্ট্রকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক সহযোগিতায় হস্তক্ষেপ বন্ধের তাগিদ চীনের
2022-05-24 18:04:58

মে ২৪: নীতিবিধি ও শৃঙ্খলা নিয়ে কথা বলার আগে যুক্তরাষ্ট্রের উচিত জাতিসংঘের সদস্য হিসেবে তার বকেয়া চাঁদা ১০০ কোটি মার্কিন ডলার,  এবং শান্তি রক্ষায় ১৪০ কোটি ডলার পরিশোধ করা।  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ(মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

 

তিনি আরও বলেন, দেশটির উচিত জাতিসংঘের ‘জৈব অস্ত্র অবিস্তার চুক্তি-সংক্রান্ত বৈঠককে বাধাগ্রস্ত না করা। সেসঙ্গে তাদের উচিত কিউবা, ভেনেজুয়েলা, ইরান ও আফগানিস্তানের ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ দেশগুলোর বৈদেশিক সহযোগিতার ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা।

 

(রুবি/এনাম/শিশির)