পোল্যান্ড ও ন্যাটো পশ্চিম ইউক্রেন দখল করতে চায়: বেলারুশ প্রেসিডেন্টের অভিযোগ
2022-05-24 14:31:47

মে ২৪: বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার গ্রিগোরিভিচ লুকাশেঙ্কো বলেছেন, চলমান সংকটকে কাজে লাগিয়ে পোল্যান্ড ও ন্যাটো পশ্চিম ইউক্রেন দখল করতে চায়। তিনি গতকাল (সোমবার) সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এ অভিযোগ করেন। খবর রয়টার্সের।

    লুকাশেঙ্কো বলেন, পোল্যান্ড ও ন্যাটো ১৯৩৯ সালের মতো পশ্চিম ইউক্রেন দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এ জন্যই পশ্চিম ইউক্রেনের বেলারুশ ও রুশ সীমান্তে, ন্যাটো ক্রমশ সামরিক শক্তি বাড়াচ্ছে।

    এদিকে, লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বলেন, বিভিন্ন ধরনের সমস্যা থাকলেও, রুশ অর্থনীতি পশ্চিমা নিষেধাজ্ঞার আঘাত সামলে নিতে সক্ষম। ইতার-তাস বার্তাসংস্থা এ খবর দিয়েছে। (প্রেমা/আলিম/ছাই)