ব্যাচেলেট-ওয়াং ই বৈঠক অনুষ্ঠিত
2022-05-24 17:46:54

মে ২৪: গতকাল (সোমবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কুয়াং চৌ শহরে সফররত জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হয়েছেন।

 

 

ব্যাচেলেটের প্রথম চীন সফরকে স্বাগত জানিয়ে ওয়াং ই বলেন, সতেরো বছর পর আবারও জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারকে আপ্যায়ন করতে পেরেছে চীন। তা দুপক্ষের জন্য প্রতীকময়। এ সফর সমঝোতা এবং সহযোগিতা জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

ওয়াং ই চীনের ৫,০০০ বছরের সভ্যতার আলোকে চীনের উন্নয়ন এবং সিপিসি’র রাষ্ট্র প্রশাসনের লক্ষ্য তুলে ধরেছেন।

 

তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি জনগণকে কেন্দ্র করে মানুষের সুন্দর জীবনের আদর্শকে পরিশ্রমের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে।  সিপিসি চীনা জনগণকে সঙ্গে নিয়ে দেশের সামাজিক অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ একটি বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক পথ আবিস্কার করেছে এবং সংস্কার ও উন্নয়নের ঐতিহাসিক অগ্রগতিও অর্জন করেছে, যা তৃণমূলের জনসাধারণের সমর্থন কুড়িয়েছে।

 

জাতিসংঘ হাইকমিশনার চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং মানবাধিকার রক্ষায় অর্জিত অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

 

বহুপক্ষবাদ সমর্থন, অর্থায়ন এবং টেকসই উন্নয়নসহ নানা ক্ষেত্রে চীনের ভূমিকার ইতিবাচক মূল্যায়ন করেন তিনি। 

(রুবি/এনাম/শিশির)