তাইওয়ান চীনের মৌলিক স্বার্থের সঙ্গে জড়িত: চীনা মুখপাত্র
2022-05-24 19:39:56


মে ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, তাইওয়ান বিষয়টি চীনের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতা এবং মৌলিক স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। 


তিনি বলেন, জাপান ও যুক্তরাষ্ট্র এ বিষয়ে চীন ও সংশ্লিষ্ট দেশের গুরুতর উদ্বেগকে অবহেলা করে পরিকল্পিতভাবে চীনকে অপমানিত এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। তা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির লঙ্ঘন। চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থকে নষ্ট করেছে তারা। তীব্র অসন্তুষ্ট হয়ে তাদের এহেন কর্মকান্ডের বিরোধিতা প্রকাশ করেছে চীন।       

 

তিনি  বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন রক্ষায় চীনের প্রতিজ্ঞা পাথরের মত শক্ত। যে কোন দেশ ও শক্তি তাইওয়ানকে কাজে লাগিয়ে চীনের ক্ষতি করতে চাইলে, চীন দৃঢ়ভাবে এর জবাব দেবে। 

(আকাশ/এনাম/রুবি)