প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৮ দেশে সফরে যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
2022-05-24 19:40:43


মে ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশসমূহের মধ্যকার সম্পর্ক সুষ্ঠু উন্নয়নের প্রবণতায় রয়েছে। 


তিনি ঘোষণা করেন, আগামি ২৬ মে থেকে ৪ জুন পর্যন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আটটি দেশ তথা সলোমন দ্বীপপুঞ্জ, কিরিবাতি, সামোয়া, ফিজি, টোঙ্গা, ভানুয়াতু, পাপুয়া নিউ গিনি, এবং পূর্ব তিমুর সফর করবেন। 


সেসঙ্গে তিনি অনলাইনে মাইক্রোনেশিয়া সফর করবেন। কুক আইল্যান্ডের প্রধানমন্ত্রী ও নিউই’র প্রধানমন্ত্রীর সাথে তিনি অনলাইনে বৈঠক করবেন। পাশাপাশি, ফিজিতে তিনি দ্বিতীয় চীন-প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীগণের অধিবেশনে সভাপতিত্ব করবেন। 


চীনা মুখপাত্র জানান, প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহ ও পূর্ব তিমুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। চীনও এসব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন করতে চায়। কারণ তা দু’পক্ষের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ এবং এতদঞ্চলের স্থিতিশিলতা ও সমৃদ্ধির জন্য ইতিবাচক হবে। 

(আকাশ/এনাম/রুবি)