এপেকের ২৮তম বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত
2022-05-23 12:00:24

মে ২৩: এপেকের ২৮তম বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলন ২১ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। এপেকের ২১টি সদস্যদেশের  বাণিজ্যমন্ত্রীবৃন্দ এবং শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিরা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও বলেন, চীন উন্মুক্তকরণ আরও জোরদার করবে এবং দৃঢ়ভাবে সার্বিক ও উচ্চ মানের এপেক সহযোগিতার জন্য কাজ করে যাবে।  পাশাপাশি, চীন আসিয়ানের সঙ্গে তৃতীয় প্রজন্মের চীন-আসিয়ান অবাধ অঞ্চল প্রতিষ্ঠা করতেও ইচ্ছুব।

তিনি আরও বলেন, চীন দৃঢ়ভাবে বিশ্ব বাণিজ্য সংস্থাকেন্দ্রিক বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তোলাকে সমর্থন করে এবং বিশ্বের শিল্পের সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রেখে যাবে।  (ছাই/আলিম)