‘যে কোনো একটি কাঠামোকে উন্মুক্তভাবে ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে নেয়া এবং সংঘাট সৃষ্টি না-করা উচিত’
2022-05-23 19:12:02


মে ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, যে কোনো একটি কাঠামোকে উন্মুক্তভাবে ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে নেয়া এবং সংঘাট সৃষ্টি না-করা উচিত। 


মার্কিন প্রেসিডেন্ট এশিয়া সফরকালে ‘ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কাঠামো’ শুরুর ঘোষণা দেন। এ সম্পর্কে ওয়াং ওয়েন পিন বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য যে কোনো ভালো উদ্যোগকে এ অঞ্চলের অন্য দেশের মত চীনও স্বাগত জানায়। তবে সংঘাট সৃষ্টি করার অপচেষ্টার বিরোধিত করে বেইজিং। 


তিনি আরো বলেন, অর্থনৈতিক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র রাজনীতি করতে চায় কিনা, তা যুক্তরাষ্ট্রকে সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের জনগণের সামনে পরিষ্কার করতে হবে। (আকাশ/এনাম/রুবি)