এশিয়া থেকে মার্কিন কোম্পানিগুলোর উত্পাদনলাইন স্বদেশে ফিরিয়ে আনা কঠিন কাজ: ব্রিটিশ বুদ্ধিজীবিদের অভিমত
2022-05-23 11:43:42

মে ২৩: ওয়ালস্ট্রিট জার্নালের খবর অনুসারে, কোনো কোনো মার্কিন কোম্পানি নিজেদের উত্পাদনলাইন এশিয়া থেকে স্বদেশে ফিরিয়ে আনার চিন্তা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এ কাজটি যথেষ্ট চ্যালেঞ্জিং। বস্তুত, আগামী কয়েক বছরে এমনটা হবার সম্ভাবনা কম। সম্প্রতি ব্রিটিশ বুদ্ধিজীবিরা এমন অভিমত প্রকাশ করেছেন।

    তাঁরা বলছেন, ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের রফতানি খাতে এশিয়ার ভূমিকা ক্রমাগত বাড়তে থাকবে। কারণ, এতদঞ্চলে আছে কয়েক বিলিয়ন ভোক্তা। এ অবস্থায়, এশিয়া থেকে উত্পাদনলাইন সরিয়ে নেওয়া মার্কিন কোম্পানিগুলোর জন্য লাভজনক প্রমাণিত হবে না। (সুবর্ণা/আলিম/মুক্তা)