এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে কাজ করবে চীন: ওয়াং ই
2022-05-23 16:11:47

মে ২৩: আজ (সোমবার) জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিটির ৭৮তম বার্ষিক সভা শুরু হয়েছে। 


চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভিডিও সংযোগের মাধ্যমে সভার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষণ দিয়েছেন। 


ভাষণে তিনি বলেন, ৭৫ বছর আগে এ কমিটি চীনের শাংহাইয়ে জন্ম নিয়েছিল। আর ৭৫ বছর পর এখন এতদঞ্চল আবারও ঐতিহাসিক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি শুধু তার লক্ষ্যের সাথে জড়িত নয়, বরং বিশ্বের ভবিষ্যতকেও প্রভাবিত করছে। 


হাতে হাত রেখে একযোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি। 

               

তিনি বলেন, এ অঞ্চলের কল্যাণ বৃদ্ধি করবে চীন। নিজের বাস্তব কর্মকান্ডের মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তি , স্থিতিশিলতা ও টেকসই উন্নয়নের জন্য আরো বড় অবদান রাখবে চীন। 

(আকাশ/এনাম/রুবি)