এগিয়ে চলছে চীনের বিদেশি বাণিজ্য
2022-05-22 16:31:45


মে ২২: চীনের সাধারণ শুল্ক প্রশাসনের উপাত্ত অনুসারে,  গত এক দশকে চীনের পণ্য বাণিজ্যে আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ২০১২ সালের ২৪.৪ ট্রিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ২০২১ সালে ৩৯.১ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। 


একই সময়ে দেশের সেবা বাণিজ্যের পরিমাণ ২০২১ সালে ৮০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তা ২০১২ সালের চেয়ে ৭০ শতাংশ বেশি। 


গত ১০ বছরে চীন ইইউ, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ঐতিহ্যিক বাণিজ্যিক অংশীদারদের সাথে সুষ্ঠু বাণিজ্য বজায় রাখার পাশাপাশি আসিয়ানের সদস্য দেশসমূহ, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকার  সাথেও বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে। 


এর মধ্যে ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশের সাথে বাণিজ্যের পরিমাণ ছিল চীনের মোট বাণিজ্যের ২৯.৭ শতাংশ। 


বিদেশি বাণিজ্যের উন্নয়ন এখন অনেক কঠিন পরিস্থিতির সম্মখীন হচ্ছে। চীনের উপবাণিজ্যমন্ত্রী সেং ছিউ পিং জানান, চীন বিদেশি বাণিজ্যের স্থিতিশীলতা ও উচ্চ  গুনগত মানের উন্নয়নকে নিশ্চিত করবে। 

(আকাশ/এনাম/রুবি)