‘আন্তরিকভাবে একতা ও সহযোগিতা বাড়াতে চায় চীন’
2022-05-22 19:42:56


মে ২২: আজ (রোববার) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। তাতে ওয়াং ই জানান, চীন আন্তরিকভাবে অন্য দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়। 

               

মার্কিন প্রেসিডেন্ট এশিয়ার দেশসমূহ সফরকালে ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কাঠামো শুরু করার ঘোষণা দিয়েছেন। 


এ সম্পর্কে ওয়াং ই বলেন, চীন এ অঞ্চলের অন্য দেশের মতোই আঞ্চলিক সহযোগিতা জোরদারে ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানায়। তবে সংঘাত সৃষ্টির অপচেষ্টার বিরোধিতা করে চীন । যুক্তরাষ্ট্রের এই কাঠামোর আসল চেহারা কি? তা দেখতে হবে। 


ওয়াং ই বলেন, চীন শুধু আন্তরিকভাবে একতা ও সহযোগিতা জোরদার করতে চায়। চীন কোনো দেশের সাথে সংঘাত চায় না। 


তিনি আরো বলেন, চীন আশা করে, এ অঞ্চলের বিভিন্ন দেশের সাথে একযোগে উন্নয়ন করতে পারবে। চীনের ১.৪ বিলিয়ন জনসংখ্যার বড় বাজার অন্যান্য দেশের জন্য উন্মুক্ত থাকবে। পারস্পরিক কল্যাণের পথ অবশ্যই আরো সম্প্রসারিত হবে বলে তিনি উল্লেখ করেন।  

(আকাশ/এনাম/রুবি)