হাইনানে আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠান সেবাদান কেন্দ্র স্থাপন
2022-05-22 16:12:56


মে ২২: গত শুক্রবার বিকেলে হাইনান অবাধ বাণিজ্য বন্দরের বেসরকারী প্রতিষ্ঠানের আলোচনাসভা সানইয়াতে অনুষ্ঠিত হয়েছে। 


তাতে আরসিইপি’র শিল্পপ্রতিষ্ঠানের জন্য সেবাদান কেন্দ্র এবং আরসিইপি'র সদস্য দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্যিক সেবাদান কেন্দ্র অনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। দ্বিতীয় দলীয় ২১ জন বাণিজ্যিক পরিবেশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। 


জানা গেছে, সে দুটি কেন্দ্র আরসিইপির সদস্য দেশগুলোকে সঠিক সেবা প্রদান করবে, যা দেশসমূহের সঙ্গে সানইয়া শহরের আর্থ-বাণিজ্যিক, বিজ্ঞান-প্রযুক্তি, কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে। 


হাইনান প্রদেশের অবাধ বাণিজ্যিক বন্দর প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপনের পর থেকে সানইয়া বিশ্বজুড়ে বাণ্যিজ আকৃষ্ট করার ব্যবস্থা গ্রহণকে জোরদার করেছে। শহরটি মেক্সিকো, রোমানিয়াসহ ১০টিরও বেশি দেশে বাণিজ্যিক সেবাদান শাখা স্থাপন করেছে।  (রুবি/এনাম/শিশির)