কৃষকদের ১ বিলিয়ন ইউয়ান ভাতা দেবে চীন
2022-05-22 17:01:10


মে ২২: কৃষি উত্পাদন জোরদারের লক্ষ্যে সম্প্রতি চীনের কেন্দ্রীয় সরকার কৃষকদের ১,০০০ কোটি ইউয়ান ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 


জানা গেছে, কৃষকদের খাদ্যশস্য চাষে উত্সাহিত করার লক্ষ্যে এ অর্থ গ্রীষ্মকালীন ফসল ও শরত্কালীন চাষাবাদে ব্যবহৃত হবে। 


প্রকৃত কৃষক, পারিবারিক খামার, কৃষি প্রতিষ্ঠানের মালিক এবং খাদ্যশস্যের সামাজিক সেবায় জড়িত ব্যক্তি ও সংস্থা এ ভাতা পাবে। 


  (রুবি/এনাম/শিশির)