গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোকে কাজ করার আহ্বান
2022-05-22 20:07:30

ঢাকা, মে ২২: ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে উৎকর্ষতা অর্জন করতে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন -ইউজিসি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। 

তিনি বলেন, ৪র্থ শিল্প বিপ্লব অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন করলেও অনেক সম্ভাবনার দ্বারও উন্মোচন করেছে। এ সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বিশ্ববিদ্যালগুলোকে দেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলারও আহ্বান জানান এই ইউজিসি সদস্য। 

সাজিদ/শান্তা